আজ আমরা আলোচনা করবো কিভাবে আপনারা এই যোজনার অধীনে সেলাই মেশিনের জন্য আবেদন করতে পারবেন, কি কি নথি প্রয়োজন আবেদনের জন্য এরূপ প্রয়োজনীয় তথ্যগুলি।
চলুন তবে দেখে নেওয়া যাক, কারা এই যোজনার সুবিধা পাবেন:-
১. এই যোজনায় আবেদনের ক্ষেত্রে মহিলাদের বয়স অবশ্যই ২০-৪০ এর মধ্যে হতে হবে।
২. যেসকল মহিলাদের পরিবারের বাৎসরিক আয় ১২,০০০ টাকার কম তারা এই যোজনার অধীনে সেলাই মেশিনের জন্য আবেদন করতে পারবেন।
৩. এছাড়াও বিধবা এবং বিশেষভাবে অক্ষম মহিলারাও এই যোজনার অধীনে সেলাই মেশিনের জন্য আবেদন করতে পারবেন।
• আবেদন পদ্ধতি:-
১. প্রথমেই আপনাকে Goverment of India-এর ওয়েবসাইটে গিয়ে এই স্কিমের জন্য প্রয়োজনীয় ফর্মটি ডাউনলোড করতে হবে। (ফর্মটির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া রইলো।)
২. এরপর ফর্মটি প্রিন্ট করে আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে।
৩. এরপর ওই ফর্মটির সাথে প্রয়োজনীয় নথি এবং ফটো যুক্ত করতে হবে।
৪. সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে এবং সমস্ত নথি যুক্ত করে ফর্মটি আপনার নিকটবর্তী এই যোজনা সংক্রান্ত অফিসে জমা করতে হবে।
এই সমস্ত তথ্য যাচাই করার পর নির্বাচিত মহিলাদের সেলাই মেশিন প্রদান করা হবে।
• আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. আবেদনকারীর আধার কার্ড
২. বয়সের শংসাপত্র
৩. বৈধ মোবাইল নম্বর
৪. পাসপোর্ট সাইজের ফটো
৫. বিধবাদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফকেট
৬. পরিবারের বাৎসরিক আয়ের সার্টিফিকেট
৭. সেলাইয়ের পূর্ব অভিজ্ঞতার সার্টিফিকেট
৮. বিশেষভাবে সক্ষম মহিলাদের ক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট
৯. জাতিগত শংসাপত্র
Comments
Post a Comment
Thank You For Comment, i replay you soon.